ভূতবাড়ি চেনেন? ভূতবাড়ির সঙ্গে সব্যসাচীদের পুরাে পরিবারের সম্পর্ক ওতপ্রােতভাবে জড়িয়ে আছে। শুরুটা হয়েছিল সেই ১৯৭২ সালে। বাংলাদেশ তখন সবেমাত্র স্বাধীন হয়েছে। চারিদিকে শেখ সাহেবের জয়-জয়কার। সব্যসাচীর দাদা, মইনুল হাসান সমির হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন লন্ডনের পাট চুকিয়ে বাংলাদেশে সেটল করবেন। সমির সাহেবের স্ত্রী সব্যর দাদিমা মােহনা ছিলেন আর্কিটেক্ট। খুব দামি চাকরি ছিল তাঁর। চার ছেলেমেয়ে রবি, মৌমিতা, মৌনতা আর ববি সবাইকে নিয়ে বাংলাদেশের টানে দেশে চলে আসেন। আর্কিটেক্ট সমির সাহেব ঠিক করেন বিশাল বড় একটা বাড়ি কিনবেন। বাড়িতেই তার অফিসঘর থাকবে। যেই কথা সেই কাজ। একটা বিশাল বড় জমিদারবাড়ি একেবারে পানির দামে কিনে ফেললেন তিনি।
বাড়িটা দেশভাগের আগে ছিল কোনাে এক হিন্দু জমিদারের। জমিদারবাবুর পুরাে পরিবার কলকাতা চলে গিয়েছিলেন। কোনাে এক পাকিস্তানি আমলা বাড়িটা দখল করে অনেকদিন ছিল। কিন্তু দেশ স্বাধীন হবার পর সেই ব্যাটাও পালিয়ে গেল । দালাল দিয়ে বাড়ি বিক্রি করার ব্যবস্থা করেছে। সমির সাহেব তাই বিশাল বাড়িটা একপ্রকার পানির দামেই কিনে ফেললেন। সপরিবারে বাড়িতে উঠে গেলেন। কিন্তু বড় ছেলে রবিকে নিয়ে পড়লেন ভীষণ সমস্যায়। সে কিছুতেই বাংলাদেশকে অ্যাডপ্ট করে নিতে পারছিল না।
Vendor Information
- Vendor: deshlai.com
- Address:
- No ratings found yet!
Reviews
There are no reviews yet.